কক্সবাজারে সাগরে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

5

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারে সাগরে নিখোঁজ কলেজছাত্র আতাহার নূর কায়েফের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার ভোরে কলাতলী পয়েন্ট থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা মাঠে কায়েফের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ১১ টায় উখিয়ার ভালুকিয়া নিজ গ্রামে দ্বিতীয় জানাজা হয় বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কায়েফ কক্সবাজার ডিসি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। গত শুক্রবার সকাল সাড়ে ৭ টায় সৈকতের কলাতলী পয়েন্টে সাগরে গোসল করতে নেমে ডুবে যান কায়েফ। অনেক খোঁজাখুঁজির পরও তার মরদেহ উদ্ধার যায়নি। অবশেষে ২৪ ঘণ্টা পর গতকাল সকালে তার লাশ উদ্ধার করেন স্বজনরা।