ঈদগাঁও প্রতিনিধি
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে আতাহার নূর কায়েস (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজ কায়েস কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম।
তিনি বলেন, গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে কায়েস। ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সী লাইফ গার্ডের সদস্যদের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি।
নিখোঁজ কায়েসের পিতা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। পরিবারের অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্রে চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার ছেলে সাগরে ভেসে গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।