কক্সবাজারে যুবকের মৃত্যুদন্ড

2

পূর্বদেশ ডেস্ক

কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসাইন হত্যা মামলায় এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া দুইজনকে ১০ বছরের কারাদন্ড এবং অপর চার আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। গতকাল বুধবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোজাফফর আহমদ হেলালী।
মৃত্যুদন্ড পাওয়া আবু তাহের (২৮) কক্সবাজার শহরের ঘোনারপাড়ার আবুল কালামের ছেলে। খবর বিডিনিউজের।
১০ বছর সাজা পাওয়া দুইজন হলেন- ঘোনারপাড়ার শামসুল আলম ওরফে শামছুর ছেলে শফিউল আলম ওরফে শফি আলম (৩২) এবং দক্ষিণ ঘোনারপাড়ার নাজির হোসেনের ছেলে রশিদুল হাসান ওরফে রাশেদুল হাসান ওরফে হাসান।
এপিপি মোজাফ্ফর হোসেন বলেন, ২০১৫ সালের ২৩ জুলাই কক্সবাজার শহরে ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন।
একই বছরের ২৪ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন বলে জানান তিনি। সাক্ষ্যগ্রহণ শেষে একজনকে মৃত্যুদন্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা এবং দুইজনকে ১০ বছর করে সাজা দেওয়া হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।