কক্সবাজার ক্রীড়া প্রতিনিধি
‘সুইম, রাইড, রান- বৈশাখী ফান’ এ স্লোগানকে নিয়ে প্রথমবারের মতো বৈশাখী ট্রায়াথলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন ১৯৮ জন প্রতিযোগী। ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং ও ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় প্রফেশনাল ক্যাটাগরিতে নারী এবং পুরুষদের মধ্যে বিজয়ী হন যথাক্রমে ফেরদৌসী আক্তার মারিয়া এবং মোঃ শামসুজ্জামান।
আয়োজনে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আসাদুলাহ মিনহাজুল আলম এবং কক্সবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাহউদ্দিন।