স্পোর্টস ডেস্ক
কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালংয়ে বাফুফের ফিফা অর্থায়নে ট্রেনিং সেন্টার নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলো প্রতিবাদ জানিয়ে আসছিল শুরু থেকেই। বনের সংরক্ষিত জায়গায় স্থাপনা পরিবেশের জন্য হুমকি। অবশেষে সরকার বাফুফে ট্রেনিং সেন্টারের স্থান পুননির্ধারণের আদেশ দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব গতকাল এই সংক্রান্ত আনুষ্টানিক চিঠি প্রদান করেছেন বাফুফে সাধারণ সম্পাদককে। বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কক্সবাজারে বাফুফের ট্রেনিং সেন্টারের স্থান সম্পর্কে বলেন, ‘এটি ছিল সংরক্ষিত বন যা কেবল রিজার্ভ ফরেস্ট, সরকার প্রধান ডিরিজার্ভ করতে পারেন। বন ও পরিবেশ মন্ত্রণালয় সরকার প্রধানকে লিখেছে যেন তিনি ডিরিজার্ভ করার আগের আদেশটি প্রত্যাহার করেন। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বিকল্প একটি স্থান বেছে নেয়ার। সেই মোতাবেক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বিকল্প জায়গা বেছে নেয়ার চিঠি দেয়া হয়েছে।’ ফিফার অর্থায়নে কক্সবাজারে রামু উপজেলার খুনিয়াপালং মৌজায় বাফুফে বনের মধ্যে ২০ একর জমি পেয়েছিল। বন অধিদপ্তর সংরক্ষিত জমি ক্রীড়া মন্ত্রণালয়কে হস্তান্তর করেছিল। জাতীয় ক্রীড়া পরিষদ হয়ে সেই জমি বাফুফে পেয়েছিল। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অনুরোধের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে কক্সবাজারে একই উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া মৌজার অর্ন্তগত দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত প্রায় ১৯.১ একর জায়গা বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়েছে। বাফুফে সাধারণ সম্পাদক ইমারন হোসেন তুষার জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি সম্পর্কে বলেন, ‘সরকার আমাদের জায়গা দিয়েছিল, বাতিল করার এখতিয়ারও তাদের। ফুটবল উন্নয়নের জন্য ট্রেনিং সেন্টার নির্মাণ প্রয়োজন। আমাদের অনুরোধ থাকবে ঢাকার নিকটবর্তী খাস জমি বিকল্প হিসেবে প্রদান করার।’ বাফুফে এই ট্রেনিং সেন্টারের জন্য ৩.৩ মিলিয়ন ডলার পাবে ফিফার কাছ থেকে।