কক্সবাজারে গ্রেপ্তার সাবেক পাটমন্ত্রী গাজীর পিএস

1

সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ব্যক্তিগত সহকারীকে (পিএস) কক্সবাজারের একটি হোটেল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের একটি হোটেলের কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
গ্রেপ্তার ফিরোজ ভুঁইয়া (৫২) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় বেশ কয়েকটি মামলার এজাহারনামীয় আসামি। খবর বিডিনিউজের।
রহমত উল্লাহ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল কক্সবাজারের ওই অভিজাত হোটেলে অভিযান চালায়। এ সময় সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ ভুঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, কক্সবাজারে পরবর্তী আইনি কার্যক্রম শেষে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।