কক্সবাজারে ইয়াবাসহ যুবদল নেতা আটক

1

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ এক যুবদল নেতাকে আটক করেছে বিজিবি। তার নাম মো. ইকরাম (২৯)। গতকাল বুধবার সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জসীম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ১২ টায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল থামানোর চেষ্টা করে বিজিবি সদস্যরা। এই সময় মোটরসাইকেল আরোহী ইকরাম পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে তিনি পড়ে যান। পরে তার ব্যাগ থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ইকরাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের রবিউল হোসেনের ছেলে। তিনি হ্নীলা ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের আহব্বায়ক বলে জানিয়েছেন স্থানীয়রা। জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ইকরামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। টেকনাফ যুবদলের যুগ্ম আহব্বায়ক ও দপ্তরের দায়িত্বে থাকা নুরুল হুদা স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।