কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে কক্সবাজার সদর, রামু, মহেশখালী ও উখিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মহেশখালীতে গ্রেপ্তাররা হলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসকে জবাই করার হুমকি দেয়া মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আহমুদুর রহমান, মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জরুল হক জানান, নিয়মিত মামলায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে।
রামুতে গ্রেপ্তাররা হলেন খুনিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জহির উদ্দিন (৪৫), রাজারকুল ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (৪২), দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগ সভাপতি রাজা মিয়া (৫২), ফতেখাঁরকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল আলম (৪৬)।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে আমরা তাদের আটক করেছি। তাদের বিরুদ্ধে যথাযথ নিয়মে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উখিয়ায় গ্রেপ্তাররা হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহব্বায়ক জুলহাস উদ্দিন টিপু (৩২) ও জালিয়াপালং ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (২৬)।
ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন। তিনি জানান, ডেভিল হান্ট অপারেশন অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতরা উখিয়া থানায় দায়ের হওয়া মামলার আসামি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণে করা হবে।
এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহীন।