কক্সবাজারে অস্ত্র-ইয়াবাসহ গ্রেপ্তার ২

3

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও মাদকসহ দুইজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে একটি দেশিয় তৈরি এলজি, একটি তাজা কার্তুজ, ছয়টি পুরাতন কার্তুজের খোসা, একটি টিপ ছুরি, দুটি টর্চ লাইট, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা এবং ৭৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গত ২৫ মে রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সদর থানার একটি আভিযানিক দল খরুলিয়া কোনারপাড়া ঘাটখোলা তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় রামু উপজেলার পানিরছড়া এলাকার আমির হোসেন (২৫) এবং গুলিরছড়া এলাকার মো. সাদ্দাম হোসেনকে (৩৪)।
গ্রেপ্তার দুই আসামি অবৈধ অস্ত্র ও ইয়াবা বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল বলে পুলিশ জানায়। অভিযানে তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, জেলার প্রতিটি অঞ্চলে অপরাধ দমন এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা হবে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।