কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরীর চকবাজারের দেবপাহাড় এলাকার নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সকালে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে চকবাজার থানা পুলিশ। বিকাল ৫ টায় সদর থানা থেকে তাকে সরাসরি কারাগারে প্রেরণ করা হয়। শুক্রবার বন্ধের দিন থাকায় তাকে আদালতে তোলা হয়নি।
অভিযানে থাকা এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে ভবনের ছাদে থাকা পানির ট্যাংকে লুকিয়ে ছিলেন তিনি। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
নাজনীন সরওয়ার কাবেরী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি সর্বশেষ কক্সবাজার-৩ আসন ও কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র নিয়েছিলেন। কাবেরী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (কক্সবাজার-৩) সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের বোন। যদি সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সাথে তার বৈরি সম্পর্ক ছিল। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বে তিনি অপর ভাই সোহেল সরওয়ার কাজলের পক্ষে ছিলেন। এমপি কমলের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এমনকি খোদ তাদের দলের সভানেত্রী শেখ হাসিনার সামনেও কমলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেছিলেন কাবেরী। আলোচিত-সমালোচিত এ নেত্রী ফেসবুকে সরব থাকতেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।