ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান

7

চন্দনাইশের পূর্ব সাতবাড়িয়ায় মানবতার সংগঠন শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার দরিদ্র পরিবারের স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন শিবলী। এ সময় তিনি বলেন, এলাকার অনগ্রসর হতদরিদ্র পরিবারের স্কুল কলেজের অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশে থাকবে শিক্ষাবিদ ওয়াহেদ মাস্টার ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা ও মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আমরা বিভিন্ন মানবিক কাজ করার চেষ্টা করছি। তিনি এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাতা-পিতাকে ঈদ উপহারও প্রদান করেন। উপস্থিত ছিলেন খানদিঘী হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল বশর, বৃত্তি উপ-পরিষদের আহবায়ক বিকাশ চন্দ্র দে, সেলিনা আক্তার, ফরিদুল আলম ও সাইফুল ইসলাম শাকিল। বিজ্ঞপ্তি