দেশের মাটিতে ভক্তদের আস্থা ফিরে পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। বলা যায়, তারা সফল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরির পর বুধবার ফিফটি করলেন ওয়ার্নার।
আর ২০১৬ সালের বিশ্বকাপের পর প্রথম টি-টোয়েন্টিতে হাফসেঞ্চুরি করলেন স্মিথ। দুজনের ব্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া।
আরও একবার ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে দ্বিতীয় ম্যাচ হারলো শ্রীলঙ্কা। ব্রিসবেনে টস জিতে আগে ব্যাট করে তারা ১৯ ওভারে ১১৭ রানে অলআউট হয়। মাত্র ১ উইকেট হারিয়ে ১৩ ওভারে ১১৮ রান করে অস্ট্রেলিয়া। ৯ উইকেটের জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ২-০ তে নিশ্চিত করলো অজিরা।
নিষেধাজ্ঞার পর দেশের মাটিতে প্রথম ম্যাচ স্মিথ রাঙান ৩২ বলে ৬ চারে ফিফটি করে। দুই বল কম খেলে পঞ্চাশ ছোঁন ওয়ার্নার। দুজনের ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে টানা জয় নিশ্চিত করে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকরা।
৪১ বলে ৯ চারে ৬০ রানে অপরাজিত ছিলেন ওয়ার্নার, ম্যাচসেরা হয়েছেন এই অজি ওপেনার। ৩৬ বলে ৬ চারে ৫৩ রানে অপরাজিত ছিলেন স্মিথ।
শুক্রবার মেলবোর্নে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।