ওয়ারেন্টেভূক্ত পলাতক আসামি ধরতে জনপ্রতিনিধির সহযোগিতা কামনা

39

রাঙ্গুনিয়া উপজেলায় বর্তমানে ৬ হাজার ওয়ারেটেভুক্ত পলাতক আসামি রয়েছে। পুলিশ তাদের ধরতে অভিযান পরিচালনা করছে। প্রতিদিনই ওয়ারেন্টভুক্ত আসামি আটক করছে বলে জানান, রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ইমতিয়াছ মোহাম্মদ আহাসানুল কাদের। আসামি ধরতে উপজেলার জনপ্রতিনিধিসহ সমাজের বিভিন্ন লোক জনের সহায়তা কামনা করেছেন। ওয়ারেন্টের মধ্যে চুরি, ডাকাতি, খুন, চাঁদাবাজি, জায়গা জমি সংক্রান্ত মামলা রয়েছে। গত ২২ জানুয়ারি উপজেলা পরিষদ হলরুমে মাসিক সমন্বয় সভায় অফিসার ইনচার্জ এ তথ্য জানান। তিনি জানান, ওয়ারেন্টের আসামি ধরা হলে ছাড়ার কোন বিধান নেই। রাঙ্গুনিয়া আইন শৃংখলা কমিটির সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদর রহমান জানান, ওয়ারেন্টের আসামি ধরতে সকলে সহযোগিতা করতে হবে।