বিশ্বব্যাপী ক্রমবর্ধমান করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি ও দুর্যোগ থেকে পরিত্রাণে আল্লাহর রহমত কামনায় বায়েজিদ ওয়াজেদিয়ায় দোয়া, মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। গত ১৫ মার্চ রোববার বাদে মাগরিব ওয়াজেদিয়াস্থ এস.এন. বাদশা হলে আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশন ও ওয়াজেদিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব শাহ্ আমানত হজ্ব-কাফেলার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হুজ্জাজ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন। মাহফিল ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন মাওলানা সৈয়দ হাসান মুরাদ কাদেরী। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ সেকান্দর হোসাইন আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আল-কাদেরী, মাওলানা সৈয়দ রুহুল আমীন কাদেরী, মাওলানা লিয়াকত আলী নোমানী, শাহ আমানত হজ্ব কাফেলার পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন জহুর, মুহাম্মদ সাইফুদ্দিন জহুর, মাওলানা এমদাদুল হক মুনিরী, মাওলানা মাহাবুবুর রহমান কাদেরী, মাওলানা মুহাম্মদ আইয়ুব, মাওলানা মুহাম্মদ খলীল, জামাল উদ্দিন আনোয়ারী, হাজী মুহাম্মদ ফিরোজ, মুহাম্মদ সেলিম, মুহাম্মদ আইয়ুব খলিফা, এস.এম রিদুয়ান, মুহাম্মদ নুরুল ইসলাম, হাফেজ মুহাম্মদ হামিদ উল্লাহ, মহিউদ্দিন জুয়েল, এস,এম বয়ান, মুহাম্মদ রাশেদুল আলম প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন ক্বারী মুহাম্মদ তারেক আবেদীন। না’তে রাসুল (দঃ) পরিবেশন করেন শায়ের মুহাম্মদ ইমরান হোসাইন কাদেরী। বক্তারা বলেন, করোনা ভাইরাসের মতো প্রাণঘাতী রোগ আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই রোগ থেকে বাঁচতে আমাদেরকে বেশি বেশি আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করতে হবে। আল্লাহ পাকের বিশেষ মেহেরবানি ও অনুগ্রহ ছাড়া আমাদের ওপর নেমে আসা এ প্রাদুর্ভাব থেকে পরিত্রাণ মিলবে না। মিলাদ কিয়াম শেষে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসসহ যাবতীয় মহামারি থেকে মুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন। বিজ্ঞপ্তি