গাউসুল অলি আলী রজা কানু শাহ (রাহ.) এর বংশধর হযরত খাজা শাহ্ নূর দরবেশ মাওলা (রাহ.) এর চান্দ্রবার্ষিক উরস শরিফ উপলক্ষে সম্প্রতি নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশেকানে পাক পন্জেতন রজা নুরীয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় দরবারের সাজ্জাদানশীন শায়েখ মুহাম্মদ মঈনুদ্দীন নূরী সিদ্দিকী আল কোরাইশীর সার্বিক তত্ত¡াবধানে মেডিসিন, হৃদরোগ, গাইনি, শিশুরোগ, বাতব্যথা, অর্থোপেডিক্স, মানসিক স্বাস্থ্য, চর্ম ও চক্ষু বিভাগে ৬০০ রোগীকে চিকিৎসা ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। পরে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা। বিজ্ঞপ্তি