বাঁশখালী প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সমাবেশ গতকাল শনিবার বিকেলে কালীপুর নুরজাহান কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল আল্লামা ইসহাক হুজুর, চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ আবু নোমান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাওলানা নিজাম উদ্দীন। উপজেলা জামায়াতের সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আরিফ উল্লাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তাফা, পৌরসভা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবু তাহের, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা নুরুল হক সুজিশ, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি মাওলানা ফজলুল করিম জিহাদী, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, সাতকানিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুনিরুল আলম, পুঁইছড়ি ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা এজাজ আহমদ চৌধুরী, সাধনপুর কনজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু বকর, জলদী হোসাইনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুল ইসলাম, মাওলানা এনামুল হক জিহাদী, অ্যাডভোকেট আবু নাছের, অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম, মাস্টার আব্দুর রহিম ছানুভী, অধ্যক্ষ মাওলানা মীর আহমদ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, মাওলানা শহিদুল্লাহ, অ্যাডভোকেট ফরিদুল আলম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলামী শক্তির ঐক্য ছাড়া দেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব নয়। দেশে কোরআনের আইন বাস্তবায়ন করতে হলে ইসলামী শক্তির ঐক্যের বিকল্প নাই। তারা জামায়াতে ইসলামীর হাতকে শক্তিশালী করতে উলামায়ে কেরামদের প্রতি আহবান জানান।