প্রায়সময়ই নানা কারণে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় উর্বশী রাউতেলাকে। এবার উর্বশীর একটি পোষ্ট ঘিরে তৈরি হল জল্পনা কল্পনা।
সম্প্রতি আদর জন্য এবং আলেখ্য আদবানির বিয়েতে উপস্থিত হয়েছিলেন উর্বশী। তাদের বিয়ের ছবি শেয়ার করতে গিয়ে ফের বিতর্ক তৈরি করে ফেললেন তিনি।
ঊর্বশী নিজের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, আপনাদের বিয়েতে উপস্থিত থাকার জন্য আর অপেক্ষা করতে পারছি না।
উর্বশীর এই পোস্ট ঘিরে বিতর্ক শুরু হয় ঠিক তখনই যখন ওরহান আওয়াত্রামানি ওরফে ওরি কমেন্ট করে লেখেন, আমাদের। তারকাদের সঙ্গে ছবি পোস্ট করার সুবাদে ওরি ভীষণ জনপ্রিয় সকলের কাছে। কিন্তু হঠাৎ করে উর্বশীর পোস্টে ওরির এইরকম একটি কমেন্ট করায় অনেকেই মনে করছেন তাহলে কি এবার উর্বশীর সঙ্গে ওরির সম্পর্ক শুরু হলো?
উর্বশীর এই পোস্টে কমেন্ট করে একজন লেখেন, প্রথম ভারতীয় নারী যিনি একজন পুরুষকে বিয়ে করতে চলেছেন। অন্য একজন লিখেছেন, ওরিকে বিয়ে করা প্রথম মহিলা। আবার একজন লিখেছেন, এটাই হল ওর পৃথিবী, আমরা শুধুমাত্র এর মধ্যে বাস করছি।