প্রাণের আম্মাজান কেবলার ১০তম ওরশ মোবারক উপলক্ষে আঞ্জুমানে ইখওয়ানে মারেফাত ট্রাষ্টের আয়োজনে ২৩ অক্টোবর মিরসরাইয়ের মস্তাননগর রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈমানী সম্মেলন ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত, ওলীয়ে রাব্বানী হাফেজ আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্।
প্রধান অতিথি বলেন, সত্যের সংযোগ ও সত্যে অটলতা এবং ঈমানী বিশ্বস্ততার অগ্নিশিখা আওলিয়া কেরাম, মহান রেসালাতে ইলাহীর বন্ধন ও নূরে ইলাহীর নূরের প্রবাহধারা আওলিয়া কেরাম, দয়াময় আল্লাহতাআলার উদ্দেশ্যে প্রাণাধিক প্রিয়নবীর প্রেমে প্রাণপণ উৎসর্গতার প্রদীপ আওলিয়া কেরাম, বস্তুবাদি আত্মিক মৃত্যু থেকে পবিত্র কলেমার চেতনায় ঈমানিয়াত ও ইনসানিয়াতের সঞ্জীবনী শক্তি আওলিয়া কেরাম, কুফর জুলুমের স্বৈরদস্যুতা মুলুকিয়তের রূদ্ধতামুক্ত জীবন ও দুনিয়া খেলাফতে ইনসানিয়াতের দিশারী আওলিয়া কেরাম, প্রাণপ্রিয় আহলে বায়েত, মহামান্য খোলাফায়ে রাশেদীন, মহান মকবুল সাহাবায়ে কেরাম, সত্যের ইমামবৃন্দের উত্তরাধিকার আওলিয়া কেরাম, প্রবৃত্তির বিনাশী দাসত্ব ও পার্থিব হীনমোহের শিকল থেকে আত্মার মুক্তি ও জীবনের আসল লক্ষ্যে অভিযাত্রার আলো আওলিয়া কেরাম, জীবনের চুড়ান্ত সাফল্য তাওহীদ রেসালাতের কবুলিয়াতে ধন্য ও নৈকট্যে একাকার জীবন ও খেলাফতে ইসলামের আলোকবর্তিকা আওলিয়া কেরাম। বিজ্ঞপ্তি