ওয়েল পার্ক রেসিডেন্সের সাধারণ সভা

1

ওয়েল পার্ক রেসিডেন্সের সাধারণ সভা গত ৩১ মে হোটেলে ৯ম তলায় সোনার বাংলা হল রুমে অনুষ্ঠিত হয়। সভায় হোটেলে জেনারেল ম্যানেজার এম.এ মনছুর বলেন, সুশৃংখলতা বজায় রেখে অথিতিদের সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম ও ভাবমুর্তি সমুন্নত রাখতে হবে। ওয়েল পার্ক পর্যটকদের সেবার মান নিশ্চিত করে এক অন্যান্য প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। তিনি সকল কর্মকর্তা ও কর্মচারীদের আরও সততা ও নিষ্ঠার সাথে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করে কর্তৃপক্ষকে সর্বাত্মক সহায়তা ও সহযোগীতা করার আহবান জানান। আমানা আকতার ও আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মামুন আল রশীদ, রানা কুমার মজুমদার, আলী নওশাদ পারভেজ, বিশ্বনাথ দাস, রেজুয়ানুল ইসলাম, খোরশেদ আলম, তানজীর আমীর, আব্দুল মাবুদ, মঈনুল হাসান প্রমুখ। বিজ্ঞপ্তি