ওয়াসিমদের আত্মদানে নতুন বাংলাদেশ পেয়েছি

1

পেকুয়া প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২য় শহীদ ও চট্টগ্রামের ১ম শহীদ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম কলেজের আহ্বায়ক কমিটির সদস্য কক্সবাজারের পেকুয়া উপজেলার সন্তান শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে তার গ্রামের বাড়ি পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামায় ওয়াসিমের কবর জিয়ারত ও তার মায়ের সাথে সাক্ষাৎ করেন।
এসময় উপস্থিত সাংবাদিকদের সালাহউদ্দিন আহমেদ বলেন, কতটা গভীর দেশপ্রেম থাকলে অনায়াসে জীবন বিলিয়ে দেয়া যায়? ওয়াসিম ছিল তত বড় দেশপ্রেমিক। ওয়াসিমের রক্তদানের মধ্যে দিয়ে দেশে ফ্যাসিবাদী স্বৈরশাসকের পতন হয়েছে। নতুন করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তার জন্য গর্ব করা দরকার। তিনি আরও বলেন, ওয়াসিম শহীদ হওয়ার দুই সপ্তাহ আগে ভারতে আমাকে দেখতে গিয়েছিলেন, ওখান থেকে এসে তিনি শহীদ হন। তার রক্তদানকে চিরদিন বাংলাদেশের মানুষ স্মরণ করবে।
তিনি শহীদ ওয়াসিমের মাসহ পরিবারের সবাইকে সান্তনা এবং ওয়াসিমের মায়ের হাতে আর্থিক অনুদান তুলে দেন। এ সময় উপজেলা, ইউনিয়নসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।