ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল

1

স্পোর্টস ডেস্ক

২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। এরপর ১৪৯টি ওয়ানডেতে ৩,৯৯০ রান ও ৭৭ উইকেট শিকার করেন তিনি। তবে চলতি বছর ভারতের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচটাই ছিল তার শেষ ওয়ানডে।
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়ে ম্যাক্সওয়েল জানালেন, আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ, ঘরোয়া বিগ ব্যাশ লিগ এবং অন্যান্য বৈশ্বিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ম্যাক্সওয়েলের ওয়ানডে ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ইনিংসটি আসে ২০২৩ সালের বিশ্বকাপে; মুম্বাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। গ্রেফ ১২৮ বলে তিনি খেলেন ২০১ রানের অপরাজিত ইনিংস। ওই ম্যাচে মারাত্মক ক্র্যাম্প নিয়ে খেলেও তাড়া করেন ২৯৩ রান। ইনিংসটি ইতোমধ্যেই জায়গা করে নিয়েছে ওয়ানডে ইতিহাসের সেরা পারফরম্যান্সগুলোর তালিকায়।
অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্সওয়েল ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপ জিতেছেন।