স্পোর্টস ডেস্ক
জেসন গিলেস্পিকে বরখাস্ত করে আকিব জাভেদকে তিন ফরম্যাটেই পাকিস্তানের প্রধান কোচ করার খবরকে কয়েক ঘণ্টার মধ্যে উড়িয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সোমবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। পাকিস্তানের সাবেক ফাস্ট বোলারকে কেবল ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে, তাও আবার ভারপ্রাপ্ত। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
গিলেস্পির কাছ থেকে অন্তর্র্বতীকালীন দায়িত্ব নিলেন আকিব।
গিলেস্পি লাল বলের দলের প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন।
আকিব প্রধান কোচের পাশাপাশি পুরুষদের জাতীয় নির্বাচক কমিটির সিনিয়র সদস্য হিসেবে কাজ করবেন। আট দলের টুর্নামেন্ট শেষে আবার আগের ভূমিকায় যোগ দেবেন তিনি।