ওয়াকিল আহমদ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

1

ইসলামী চিন্তাবিদ ও সমাজসেবক ওয়াকিল আহমদ চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নস্থ মরহুমের বাসভবন আমান মঞ্জিল ও সংলগ্ন মসজিদে খতমে কোরআন, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আল হেলাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং মরহুমের তিন পুত্র ও ছয় কন্যার সৌজন্যে চট্টগ্রাম নগরীসহ বাঁশখালী উপজেলার বিভিন্ন এতিমখানা এবং হতদরিদ্রদের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচি রয়েছে। তিনি ১৯৩৭ সালে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে জন্মগ্রহণ করেন এবং ২০২১ সালের ১১ মে ইন্তেকাল করেন। মরহুমের সকল শুভার্থীকে দোয়া মাহফিল ও স্মরণসভায় অংশগ্রহণ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি