নারীদের জনপ্রিয় ফেইসবুক গ্রুপ ওমেন্স পাওয়ার নারী শক্তির উদ্যোগে শতাধিক উদ্যোক্তা, ক্রেতা ও সদস্যের অংশগ্রহণে ২১ ডিসেম্বর নগরীর এক রেস্টুরেন্টে ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। ওমেন্স পাওয়ার নারী শক্তির স্বত্বাধিকারী আরাধ্য আরিশা সভাপতিত্বে ও শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার রুমানা হোসাইন, জসিন শারমিন, শাহ নিজুম খান, হালিমাতুস সাদিয়া, নিশাত জাহান, হোয়াইট ব্যালান্স ফোটোগ্রাফি এর সিইও রাইসুল ইসলাম আসাদ। অনুষ্ঠানে বক্তারা এমন প্রশংসনীয় উদ্যোগের জন্য ও ওমেন্স পাওয়ার নারী শক্তির ৩য় বর্ষপূর্তি অভিনন্দন জানানোর পাশাপাশি নারী উন্নয়ণ, সহায়তা, অনলাইন ব্যসায়ীদের সাথে নিয়ে সততার সাথে নারী তথা সমাজ ও দেশ কে এগিয়ে নিয়ে যাবে প্রত্যয় ব্যক্ত করেন। আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দের ওমেন্স পাওয়ার নারী শক্তি এর স্বত্বাধিকারী আরাধ্য আরিশা, কো অ্যাডমিন তারমিন ইসলাম, রুপু মুন্না ও মেহেক জাহান। বিজ্ঞপ্তি