ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসী বাংলাদেশি এবং একইসঙ্গে সমিতি পরিবারের সদ্য প্রয়াত তিনজন সদস্যের ইসালে সওয়াবের উদ্দেশ্যে জেয়াফতের আয়োজন করেছে প্রবাসী বাংলাদেশিদের মানবিক সংগঠন চট্টগ্রাম সমিতি ওমান। ২৫ অক্টোবর বাদ এশা ওমানের রাজধানী মাস্কাটের ওয়াদি কবিরে আয়োজিত মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা এবং উপদেষ্টাসহ সমিতির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত, মিলাদ ও মাহফিল শেষে মোনাজাতে প্রয়াতদের রুহের মাগফেরাত এবং দেশ ও প্রবাসীদের কল্যাণ কামনা করা হয়। মাস্কাটের হামিরিয়া হাফেজ সুলাইমান মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল আফসার দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে চট্টগ্রাম সমিতির সভাপতি মোহাম্মদ ইয়াসিন চৌধুরী সিআইপি বলেন, প্রবাসীরা জাতির অমূল্য সম্পদ। তাঁদের আত্মত্যাগ ও অবদান আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। আল্লাহ যেন তাঁদের জান্নাত নসীব করেন।
তিনি জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রেমিট্যান্সযোদ্ধাদের মরদেহ দেশে পাঠানোর পুরো প্রক্রিয়ায় সার্বক্ষণিক যোগাযোগে ছিল চট্টগ্রাম সমিতি। মাস্কাটে হাসপাতাল মর্গে নিহতদের প্রতি শেষ শ্রদ্ধা জানায় সমিতি নেতারা। দেশে পৌঁছানোর পর বিমানবন্দরে পুষ্পস্তবক অর্পণ করে নিহতদের প্রতি চট্টগ্রাম সমিতি সম্মান জানায় চট্টগ্রাম সমিতি ওমান।
গত ৮ অক্টোবর ওমানের দুকুমের ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান ৮ প্রবাসী বাংলাদেশি। এর মধ্যে ৭ জন সন্দ্বীপ ও ১ জন রাউজানের বাসিন্দা ছিলেন। অন্যদিকে সাম্প্রতিক সময়ে বার্ধক্য ও অসুস্থতায় ইন্তেকাল করেন সমিতির আজীবন সদস্য নাজিম উদ্দিন সিকদার, সহ-সভাপতি মোহাম্মদ মোরশেদ সিআইপির বড় ভাই হারুনুর রশিদ সওদাগর এবং আজীবন সদস্য আবু তালেবের পিতা হাজী নজির আহমেদ।











