হজযাত্রীদের মত ওমরাহ যাত্রীদের জন্যও মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার, যা কার্যকর হবে আগামী ১০ ফেব্রæয়ারি থেকে। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, যারা ওমরাহ বা হজ করতে যাবেন, কিম্বা ভিজিট ভিসায় মক্কা, মদিনা, জেদ্দা ও তাইফে যাবেন, সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে। সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে ১০ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে। ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে। খবর বিডিনিউজের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সৌদি সরকার অনুমোদিত কোয়াড্রাইভ্যালেন্ট পলিস্যাকারাইড ভ্যাকসিন অথবা কোয়াড্রাইভ্যালেন্ট কনজুগেটেড ধরনের টিকা নিতে হবে।
এর মধ্যে পলিস্যাকারাইড টিকার কার্যকারিতা ৩ বছর আর কনজুগেটেড টিকার কার্যকারিতা ৫ বছর। এই সময়ের মধ্যে কেউ এই দুই ধরনের টিকা নিয়ে থাকলে তার আর নতুন করে টিকা নিতে হবে না।
দুই বছরের কম বয়সী ভ্রমণকারীর জন্য মেনিনজাইটিসের টিকার বাধ্যবাধকতা থাকবে না।
১০ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। বাংলাদেশ থেকে হজযাত্রী বহনে যুক্ত ‘সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স’ও এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বাংলাদেশের ট্র্যাভেল এজেন্সিগুলোতে পাঠিয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেলিন চৌধুরী বলেন, মেনিনজাইটিস হচ্ছে এক ধরনের সংক্রামক রোগ। মানুষের মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের চারদিকে যে সূ² টিস্যুস্তরের আবরণ রয়েছে, তাকে মেনিনজেস বলে। এ টিস্যু স্তরের আবরণে সংক্রমণের ফলে যে প্রদাহ হয়, তাকে বলে মেনিনজাইটিস। সাধারণত অণুজীবের সংক্রমণে এমনটি হয়।