ওমরাহ্ পালনে সৌদি আরব গেলেন মেয়র

4

পবিত্র ওমরাহ্ পালন করার উদ্দেশ্যে সৌদি আরব গেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তাঁর সাথে ওমরাহ্ পালনে গেছেন তার সহধর্মিণীও।
গতকাল শনিবার বেলা ১১ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা হয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। বিকাল ৫ টায় ঢাকা থেকে সৌদিগামী একটি বিমানে উঠেন তিনি।
বিমানবন্দরে তাকে বিদায় জানান চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় বিমানবন্দরে মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খরা। আগামি ১১ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে চসিকের মেয়রের। বিজ্ঞপ্তি