সেন্ট প্ল্যাসিডস স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ওপিএ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমপ্রতি অক্সিজেন স্পোর্টস জোন টার্ফ মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশ নেয় ওপিএ স্টারস এবং ওপিএ ঈগলস। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ওপিএ স্টারস ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তৃতীয় স্থান নির্ধারণী খেলায় ওপিএ লিজেন্ড ৪–২ গোলে ওপিএ ওয়ারিয়র্স কে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে। খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওপিএন ওয়াহেদ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ব্রাদার স্যামুয়েল সবুজ বালা, সিএসসি, ওপিএর সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব, ওপিএন পিপি ডক্টর মাসফিক আহমেদ চৌধুরী, পিপি ডাক্তার সাহেদ পারভেজ খান, পিপি ইয়াসিন চৌধুরী।