সেন্ট প্লাসিড্স স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘ওপিএ’ আয়োজিত প্রীতি ফুটবল টুর্ণামেন্টের জমকালো উদ্বোধন হয়েছে ২২ মে অক্সিজেন স্পোর্টস জোন টার্ফ মাঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট প্ল্যাসিডস হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল এবং ওপিএ এর পেট্রোন ব্রাদার স্যামূয়েল সবুজ বালা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন সভাপতি ওপিএন ডক্টর মাশফিক আহমেদ এবং বর্তমান সভাপতি ওপিএন মোহাম্মদ ইয়াকুব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি ওপিএন ডাক্তার সাহেদ পারভেজ খান, বর্তমান সহ সভাপতি ওপিএন ফসি উদ দৌলা খান, সহ সভাপতি আসিফ আহমেদ, সেক্রেটারি মোঃ আসিফ ইকবাল, জয়েন্ট সেক্রেটারি ইসতিয়াক ভিকি, ট্রেজারার মোহাম্মদ ইকরাম, জয়েন্ট ট্রেজারার কৌশিক রয়, ইসি মেম্বার মাহাবুবুর রহমান, মোহাম্মদ আব্বাস, গিয়াস উদ্দিন জেবিন, আনোয়ারুল ইসলাম, জোসেফ ডায়েস, ফাহিম উদ্দিন চৌধুরী এবং বিভিন্ন ব্যাচের সদস্যবৃন্দ।
এই টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে এবং খেলাগুলো তিনদিন চলবে। বিজ্ঞপ্তি