ওএমএস ও টিসিবি’র ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি ক্যাবের

1

খাদ্য বিভাগের খোলা বাজারে খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ও ট্রেডিং করপোরেশনে অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ড ও ট্রাক সেলে নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি জানিয়েছে দেশের ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগীয় ও নগর কমিটি। ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে দেশের বিভিন্ন স্থানে সরকারের খাদ্যবান্ধব এ সমস্ত কার্যক্রম বাধাগ্রস্ত হবার কারণে এক বিবৃতিতে উপরোক্ত মন্তব্য করেন।
গতকাল সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানর সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ম সম্পাদক মো. সেলিম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, যুব ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ ও যুব ক্যাব মহানগর সভাপতি আবু হানিফ নোমান, পলিসি ইনফ্লুয়েন্স গ্রুপ চট্টগ্রামের সভাপতি কলামিস্ট মুসা খান, সদস্য সচিব আবু মোশাররফ রাসেল ও যুগ্ম সদস্য সচিব সাঈদুর রহমান মিন্টু প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বিগত সরকারের আমলে নিয়োগকৃত ওএমএস ও টিসিবি’র সিংহভাগ ডিলারই আত্মগোপনে চলে যান। ফলে খাদ্যবান্ধব খাদ্যশস্য বিক্রির কার্যক্রম মুখ তুবড়ে পড়ে। একদিকে ব্যবসায়ীদের কারসাজিতে অস্থির নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। অন্যদিকে সরকারের বিকল্প ব্যবস্থায় খাদ্যশস্য বিক্রির ব্যবস্থাটি বাধাগ্রস্ত হবার কারণে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে এবং মানুষের মধ্যে চরম অসন্তোষ বেড়ে যায়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত সরকারের আমলে ওএমএস ও টিসিবির ডিলার নিয়োগে রাজনীতিকরণের কারণে সরকারের এই যুগান্তকারী উদ্যোগটি সরকার যে উদ্দেশ্যে উদ্যোগটি নিয়োছিলো সেটির কাংখিত লক্ষ্য সাধিত হবার পথে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে। রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগের কারণে ডিলাররা সরকারের লক্ষ্য বাস্তবায়নের চেয়ে তাদের স্বার্থ হাসিলে ব্যস্ত ছিলেন। আবার সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোও সেভাবে তদারকি করতে সক্ষম হয়নি।
বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্টের পট পরিবর্তনের পর ঢালাওভাবে সবাই যেরকম রাজনৈতিক চরিত্র পরিবরর্তিত হয়েছে, রাজনৈতিক অঙ্গনে পটপরিবর্তন করে সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি অফিস আদালত সর্বত্র নতুন বন্দোবস্ত তৈরি করে বিগত আমালের মতো যার যার স্বার্থ হাসিলে অপতৎপরতা বিপুল উদ্যোগে চালিয়ে যাচ্ছেন। যার কারণে ওএমএস ও টিসিবি’র নতুন ডিলার নিয়োগে বিগত সরকারের আমলের পদ্ধতি অনুসরণ করে আবারও রাজনৈতিক বিবেচনায় নতুন ডিলার নিয়োগে প্রক্রিয়া অব্যাহত রেখেছেন এবং অনেক জায়গায় বিগত সরকারের আমলেও চেয়ে এর চতুর্মূখি রাজনীতিকরণ বৃদ্ধি পেয়েছে। আর এ প্রক্রিয়া যদি অব্যাহত থাকে, তাহলে সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি যেরকম বাধাগ্রস্ত হবে, তেমনি সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা প্রচন্ড আকারে হুমকির মুখে পড়বে। খবর বিজ্ঞপ্তির