ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে

2

জাগপার প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি আবু মোজাফফর মো. আনাছ বলেছেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত সরকার যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে নাক না গলায়, তাঁরা যেন তাঁদের দেশের আন্দোলন সামলায়। বাংলাদেশ আর ভারতীয় আধিপত্য মানবে না। ভারতের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে প্রতিবেশীর মতো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তিনি চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাÐে জড়িতদের গ্রেফপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। গত ২৯ নভেম্বর কাজীর দেউরীর সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাগপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জেলা সভাপতি তানিয়া আকতার রূপা। চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের পরিচালনায় তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার মধ্য দিয়ে এই সরকারকে ব্যর্থ করতে চায়। তাই সরকারকে কঠোর হস্তে ষড়যন্ত্রকারীদের পাশাপাশি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি দমন করতে হবে। বক্তব্য রাখেন মুর্শিদ আলম, মো. লতিফ, মো. জাবেদ, রাসেল, সোহেল, সাদ্দাম, আসিফ, মাঈন উদ্দিন, মো. জুয়েল, মো. সাঈদ, মো. সেলিম, আল আমিন, মো. আলমগীর, মো. রব্বান, মো. আনোয়ার, মো. হানিফ, বকুল আকতার, গোলাম কিবরিয়া ও মো. হাসানসহ প্রমুখ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি