লোহাগাড়া প্রতিনিধি
লোহাগাড়া উপজেলার পদুয়া এ সি এম উচ্চ বিদ্যালয়ের চার তলা ভিতের এক তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১মে) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, বিদ্যালয়ের প্রাক্তন কৃতি শিক্ষার্থী ড. মোঃ মহি উদ্দিন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব(উন্নয়ন) মোঃ হুমায়ুন কবির। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম ও সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা গোলাম রসুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্বাবধায়ক প্রকৌশলী আলী ইমাম, চট্টগ্রাম জেলা সমাজসেবা উপ-পরিচালক ফরিদুল আলম, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা সহকারী কমিশনার(ভ‚মি) নাজমুন লায়েল, প্রাক্তন কৃতি শিক্ষার্থী ডাঃ আবদুল কাইয়ুম, বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ সাধন বিকাশ দাশ, প্রাক্তন শিক্ষার্থী এম সাইফুল্লাহ চৌধুরী, বিদ্যালয়ের অভিভাবক সদস্য আবুল হাসেম, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সুনীল কুমার চৌধুরী, প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মাওলানা আ ক ম হামিদুল হক, কাজী জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে লিয়াকত আলী, আবছার আহমদ, হাকিম বকসু, সিরাজুল হক, নুরুল কবির সওদাগর, নুরুল ইসলাম সিকদার, মোঃ রাশেল, জসিম উদ্দিন, সাব্বির আহমদ, ফরিদ আহমদ, মো. জাবের, গিয়াস উদ্দিন, রায়হান সিকদারসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক, জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ড. মো. মহি উদ্দিন এ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী। তিনি গুরুত্বপুর্ণ মন্ত্রণালয়ের আমলার দায়িত্ব পালন করছেন এটা সবার জন্য গৌরবের বিষয়। তিনি স্বপ্ন দেখেছেন বলে সচিব হয়েছেন। তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে মহি উদ্দিন স্যারের মত।
প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহি উদ্দিন বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয়ের সুনামকে ধরে রাখতে অগ্রণী ভ‚মিকা রাখবে।