এস এম জামাল উদ্দিন ছিলেন একজন উন্নয়ন সংগঠক

150

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার বীর মুক্তিযোদ্ধা শ্রমিকলীগ নেতা মরহুম এস এম জামাল উদ্দিন এর ১০ম মৃত্যুবার্ষিকী ১৮ জুলাই দিনব্যাপি কর্মসূচির মাধ্যমে পালিত হয়। বেলা ১১টা ঘটিকার সময় হাটহাজারী মাদারসা গ্রামস্থ মরহুম এস এম জামাল উদ্দিন এর কবরে চট্টগ্রাম নাগরিক ফোরাম, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি, আমরা মুক্তিযোদ্ধার সন্তান এস এম জামাল উদ্দিন স্মৃতি পরিষদসহ স্থানীয় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের উদ্যোগে এস এম জামাল উদ্দিন এর কবরে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও কবরজেয়ারত এবং দোয়া মাহফিলের মাধ্যমে সম্পূর্ন হয়। চট্টলবন্ধু মরহুম এস এম জামাল উদ্দিন ছিলেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, তিনি ২০০৯ সালে ১৮ই জুলাই মৃত্যুর আগ পর্যন্ত বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নের দাবীতে নিয়মতান্ত্রীক আন্দোলন সংগ্রাম করে গেছেন। দাবী আদায়ের লক্ষ্যে বৃহত্তার চট্টগ্রামে ৪৮ ঘন্টা হরতাল, রাজপথ ও রেলপথ অবরোধ, প্রতিবাদি সভা, মানববন্ধন, সেমিনারসহ অসংখ্য কর্মসূূচি পালন করেছেন। যার প্রেক্ষিতে এস এম জামাল উদ্দিন চট্টগ্রামবাসির কাছে একজন উন্নয়ন সংগঠক এবং চট্টলবন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছিলেন। আজকে বাস্তব প্রেক্ষাপটে এস এম জামাল উদ্দিনকে অনুসরণ করে এস এম জামাল উদ্দিন এর সহযোদ্ধা চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে চট্টগ্রামের সুশিল সমাজের মতামতের ভিত্তেতে চট্টগ্রামের চলমান সমস্যাসহ পরিকল্পিত নগরায়ন ও জলবদ্ধতা নিরসনের জন্য চট্টগ্রাম নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম নাগরিক ফোরাম এর মহাসচিব মো. কামাল উদ্দিন এর নেতৃত্বে কবরে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক এস এম জামাল উদ্দিন এর স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় যে সব সংগঠনের প্রতিনিধি আলোচনায় অংশ নিয়েছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা, আমুসের উপদেষ্টা বাবু দীপঙ্কর চৌধুরী কাজল, মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবদুল লতিফ টিপু, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, বিশিষ্ট ইতিহাস গবেষক সোহেল মাহমুদ ফখরুদ্দিন, সাবেক ছাত্র নেতা অচিন্ত্য কুমার দাশ, নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব আকরাম হোসেন, স্থানীয় আওয়ামীলীগ নেতা মো: দিদার, আমুস বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুরজিত দত্ত সৈকত, মরহুম এস এম জামাল উদ্দিনের পুত্র আমুসের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আলী, মহানগর আওয়ামীলীগ নেতা সোহেল মাহমুদ, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমদাদ, বঙ্গবন্ধু জাতীয় চারনেতা পরিষদের সাংগঠনিক সম্পাদক অরুণ কুমার দত্ত, আমুস দক্ষিন জেলার সদস্য আশীষ দাশ, আমুস বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি মঈনুল ইসলাম, মো: ইসমাইল, ফয়সাল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি