এস আলমের ছেলেসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা

4

নিজস্ব প্রতিবেদক

জালিয়াতির মাধ্যমে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শিল্পপতি সাইফুল আলমের (এস আলম) ছেলে আহসানুল আলমসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়- ১ এ বাদী হয়ে মামলা করেন সংস্থাটির উপপরিচালক ইয়াসিন আরাফাত।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পরের যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে ঋণ নিয়ে এক হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলায় আরও যাদের আসামি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন, ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ সেলিম উদ্দিন, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সাবেক পরিচালক ড. ফসিউল আলম, কাজী শহীদুল আলম, ড. সিরাজুল করিম, জামাল মোস্তফা চৌধুরী, জয়নাল আবেদীন, সাবেক পরিচালক খুরশীদ উল আলম, সাবেক স্বতন্ত্র পরিচালক ড. মোহাম্মদ সালেহ জহুর ও মোহাম্মদ সোলায়মান, পরিচালক কামরুল হাসান, সাবেক নমিনী পরিচালক সৈয়দ আবু আসাদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও কে কিউ এম হাবিবুল্লাহ এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ গোলাম সরওয়ার চৌধুরী। এছাড়াও ব্যাংকের বিভিন্ন পদস্থ কর্মকর্তা এবং ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের মামলায় আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০২১ সালের নভেম্বরে এস আলম–সংশ্লিষ্ট মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের মালিক গোলাম সরওয়ার চৌধুরী চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাক্তাই শাখায় ঋণের জন্য আবেদন করেন। পরের মাসে শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা তা অনুমোদন করেন। মিথ্যা তথ্যেও ভিত্তিতে জাল কাগজে এ ঋণের জন্য আবেদন করে মুরাদ এন্টারপ্রাইজ। পরে এ ঋণ অনুমোদন করা হয়। কোনও প্রকার যাচাই-বাছাই না করেই পূর্বপরিকল্পনা অনুযায়ী ব্যাংকের কর্মকর্তারা পরস্পর যোগসাজশে এ ঋণ অনুমোদন করেন। প্রথমে আটশ’ ৯০ কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হলেও পরে সেটা এক হাজার একশ’ কোটি টাকায় উন্নীত করা হয়। মুরাদ এন্টারপ্রাইজ যে বিনিয়োগের কথা বলে ঋণ নিয়েছিল, তা না করে এস আলম তার বিভিন্ন ব্যবসার ঋণ পরিশোধে এ টাকা ব্যবহার করেছেন। এর মাধ্যমে তারা মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন।
চট্টগ্রামভিত্তিক শিল্প গোষ্ঠি এস আলম গ্রæপের কর্ণধার সাইফুল ইসলামের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আহসানুল আলম ব্যাংকটির সাবেক চেয়ারম্যান। মামলায় তিনি ছাড়াও ৫৭ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেন দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত। দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি জানিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে মুরাদ এন্টারপ্রাইজের নামে ইসলামী ব্যাংক থেকে ১ হাজার ৯২ কোটি ৪৬ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেছেন।