পূর্বদেশ ডেস্ক
সরকারি-বেসরকারি অফিস ও ঘরবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না রাখার অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ‘রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম’ সামনে রেখে গতকাল রোববার এক পরিপত্রে এ অনুরোধ জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
পরিপত্রে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সরকারি-বেসরকারি দপ্তর ও গৃহস্থালিতে এসির তাপমাত্রা সর্বনি¤œ ২৫ ডিগ্রি সেলসিয়া রাখার পরামর্শ দিয়েছে।
এবার রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময়ে শুরু হবে। সেজন্য বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যাবে। নির্ধারিত তাপমাত্রায় এসি ব্যবহারের মাধ্যমে এই চাহিদা নিয়ন্ত্রণ করা সম্ভব। খবর বিডিনিউজের।
পরিপত্রে বলা হয়, এই সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনগুলোর মাধ্যমে বেসরকারি খাতকে জানানোর অনুরোধ করা হলো।
বাণিজ্য মন্ত্রণালয় ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাকে জানানোর জন্য অনুরোধ করা হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও এনজিও বিষয়ক ব্যুরোকে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে বাসাবাড়ি কিংবা অফিস-আদালতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামানোর অনুরোধ জানিয়েছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।
সেদিন তিনি বলেন, আমাদের অনুরোধ উপেক্ষা করলে আমরা আইনি ব্যবস্থা নেব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে কিংবা আরও অন্যান্য আইনি যেসব ব্যবস্থা আছে, সেসব আমরা গ্রহণ করব।