এসি ওভারহিট হয়ে চান্দগাঁওয়ে আগুন

30

এসির ওভারহিট সৃষ্ট আগুনে পুড়েছে চান্দগাঁও আবাসিকের একটি বাড়ি। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, চান্দগাঁও আবাসিকের বি ব্লকের ১৩ নম্বর সড়কের ৩১২ নম্বর বাড়িতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় অগ্নিকান্ডের সৃষ্টি হয়। জনৈক হামিদ উল্লাহ’র ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় এসির ওভারহিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগ্রাবাদ বিভাগীয় ফায়ার স্টেশনের কন্ট্রোল রুমের কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, এসির ওভারহিট থেকে চান্দগাঁও আবাসিকের বি ব্লকের হামিদ উল্লাহ নামের এক ব্যক্তির ৫ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনের খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ও তিনটি গাড়ি কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সোয়া ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় বিশ লাখ টাকার মালামাল।