এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম গ্রæপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল গত বৃহস্পতিবার চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ গ্রুপের এডমিন প্যানেল ছাড়াও ব্যাচের প্রায় ২৫০ জন বন্ধু এই ইফতার আয়োজনে অংশগ্রহণ করেন। ইফতারের আগে দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। এছাড়া বন্ধুদের মাঝে যারা মৃত্যুবরণ করেছেন তাদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমরানুল হক। এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম গ্রুপের বন্ধুরা বলেন, ‘আমরা সবাই সারা বছর যে যার যার মতো করে বিভিন্ন কর্মকান্ডে ব্যস্ত থাকি। তাই প্রতিবছর যেন বন্ধুরা অন্তত একবার একত্রে মিলিত হতে পারি সেই জন্য ইফতার মাহফিল ও মিলনমেলার আয়োজন করে থাকি। ইফতার শেষে মেজবানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি