এসএসসি পরীক্ষা শুরু আজ

2

নিজস্ব প্রতিবেদক

আজ থেকে শুরু হচ্ছে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। পরীক্ষা চলাকালে নগরের বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কিছু বিধিনিষেধ জারি করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিএমপি কমিশনার হাসিব আজিজ এই বিধিনিষেধের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর ৫০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত নির্দিষ্ট কিছু কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এর মধ্যে রয়েছে অস্ত্রশস্ত্র, তলোয়ার, ছোরা, লাঠি, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর ইত্যাদি বহন ও ব্যবহার, মিছিল, সভা-সমাবেশ, চিৎকার, হৈচৈ, গান-বাজনা, মাইক্রোফোন ও লাউডস্পিকারসহ শব্দ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার এবং বহিরাগত ও অননুমোদিত ব্যক্তির প্রবেশ।
এই আদেশ আজ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি ও দাখিল পরীক্ষায় ২১৯টি কেন্দ্রে ১ হাজার ১৬৪টি বিদ্যালয়ের মোট ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। সে হিসাবে এবছর পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৬৬৩ জন।