এসএসসির ফল প্রকাশ ‘২ মাসের মধ্যে’ : উপদেষ্টা

2

পূর্বদেশ ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হওয়ার দুই মাস বা ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের যে রেওয়াজ রয়েছে, তা বজায়ে ‘আপ্রাণ’ চেষ্টা করবেন বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, যদি রেওয়াজ থাকে, নিশ্চয়ই আছে; আমরা আপ্রাণ চেষ্টা করব সেভাবে ফল দেওয়ার। এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।
চলতি বছরের এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ১৫ মে। রেওয়াজ অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রস্তুত হলে তা আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তা জানতে পারবেন পরীক্ষার্থীরা। গতকাল সারাদেশে শুরু হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা, যাতে অংশ নিচ্ছে ১১টি শিক্ষাবোর্ডের ১৯ লাখ ২৮ হাজার শিক্ষার্থী।
প্রথম দিনে এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।
বেলা ১১টায় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সোয়া ১১টার দিকে কেন্দ্র থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হোন।