ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে অবস্থিত এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ওই বস্তিতে ১০ লাখেরও বেশি মানুষ বাস করেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি ইতোমধ্যে মারা গেছেন কিন্তু সেটি এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ওই ব্যক্তি যে বাড়িতে বাস করতেন, তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার পরিবারের সাত সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
মুম্বাইয়ের ঠিক কেন্দ্রে অবস্থিত ওই বস্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় ঝুঁকিতে রয়েছেন বিশাল সংখ্যক মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় প্রায় অসম্ভব। এমনকি আক্রান্ত ব্যক্তি কাদের সংস্পর্শে এসেছেন, তা নির্ণয় করাও বেশ কঠিন হয়ে পড়েছে।