পূর্বদেশ ডেস্ক
নির্ধারিত সময়েই উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, আমরা চেষ্টা করতেছি, উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ করতে ২০২৬-এ। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, গ্রাজুয়েশন করেন না করেন- বাট উই ডিসাইডেড দ্যাট অ্যান্ড উই উইল গো ফর দ্যাট। এর জন্য যা যা প্রিপারেশন করার- আমরা করব।
গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ কার্ডসেবার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের দিন ঠিক করা আছে ২০২৬ সালের ২৪ নভেম্বর। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে কাতারে নিয়ে যেতে সংশ্লিষ্ট সব সংস্থার দ্রুত ও সমন্বিত পদক্ষেপ গ্রহণে সম্প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। খবর বিডিনিউজের।
সালেহউদ্দিন বলেন, তিনি আশা করেন, এলডিসি উত্তরণে দেশের ব্যবসায়ীরা এগিয়ে আসবেন। ধীরে সুস্থে না খালি, উই উইল গো ফাস্টার; কারণ অন্যান্য কান্ট্রি অনেকদূর এগিয়ে গেছে। আমরা যেন একটা জায়গায় আটকে না পড়ি।২০২১ সালের ২৫ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠকের ৪০তম প্লেনারি সভায় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের সুপারিশ করা হয়।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গত বছরের ৪ থেকে ৮ মার্চ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপির পর্যালোচনা বৈঠকে বলা হয়, এলডিসি থেকে উত্তরণ হয়েছে কিংবা হওয়ার পথে রয়েছে এমন দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই টানা তিনটি মূল্যায়নে সব সূচকে পাস করেছে।
বাংলাদেশ একটি স্বল্পোন্নত দেশ হিসেবে ইউরোপের রপ্তানি বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পাচ্ছে। উন্নয়নশীল দেশে উন্নীত হয়ে এলডিসি থেকে বেরিয়ে গেলে ২০২৬ সালের পর সেই সুবিধা আর থাকবে না।