পটিয়া প্রতিনিধি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৮ অক্টোবর সফল করার লক্ষ্যে পটিয়া উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি শিল্পপতি এম এয়াকুব আলী।
প্রধান অতিথির বক্তব্যে এম এয়াকুব আলী এলডিপির ২০ বছরের যাত্রাকে ‘অনন্য সংগ্রামের মহাকাব্য’ বলে অভিহিত করে তিনি বলেন, এলডিপি কখনোই শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নের অভিব্যক্তি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ দল আজ ২০ বছরের পরিপক্কতায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের লড়াই এখনো শেষ হয়নি। পটিয়ার মাটি থেকে শুরু করে জাতীয় পর্যায়ে আমরা গণতন্ত্রের প্রকৃত অর্থ প্রতিষ্ঠা করব স্বচ্ছতা, ন্যায়বিচার আর সকলের অংশগ্রহণ নিয়ে।
আগামী ২৮ তারিখে আমরা বড় আকারের সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান আর জনসম্মেলনের মাধ্যমে এই ঐতিহ্যকে উদযাপন করব। কিন্তু সবচেয়ে বড় কথা, আমরা প্রতিজ্ঞা নিচ্ছি প্রত্যেক কর্মীকে নিয়ে দলকে আরও শক্তিশালী করব। সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা এলডিপির সভাপতি গাজী আমির হোসেন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, গণতান্ত্রিক শ্রমিক দল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক আবু ছৈয়দ, গণতান্ত্রিক ওলামাদল পটিয়া উপজেলার আহবায়ক মাওলানা আবদুর রহমান আল কাদেরী, উপজেলা এলডিপির যুগ্ম সম্পাদক নাদের জামান ও গণতান্ত্রিক ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব আমিনুল হক তানিম।
আরও বক্তব্য রাখেন, গণতান্ত্রিক যুবদল পটিয়া পৌরসভার সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, গনতান্ত্রিক ছাত্রদল পটিয়া উপজেলার আহবায়ক শেখ জায়েদ মানিক, সদস্য সচিব সাজ্জাদ হোসেন, গণতান্ত্রিক ছাত্রদল পটিয়া পৌরসভার সভাপতি রাকিব চৌধুরী, এলডিপি নেতা আবদুল কাদের, খোরশেদ, মামুন, হারুন, জাকারিয়া, ইমরান, এরশাদ, সেলিম, শাহ আলম, গোলাম মোস্তফা, ডা. জসিম, মনু মাঝি, বাবুল, বেলাল, আলমগীর , ওসমান, কানন। সভায় ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, যার মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা।











