এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় পুরস্কার বিতরণ

1

আন্তর্জাতিক মানের আরবি ও ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার এরাবিয়ান কালচারাল ক্লাব কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার সহ-সভাপতি আলহাজ মাওলানা এনামুল হক মাদানীর সভাপতিত্বে ও মাস্টার শাহাদাত হোসাইনের সঞ্চালনায় গত ২৫ নভেম্বর মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার চেয়ারম্যান ও শিল্পপতি আলহাজ আবুল বশর আবু। প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদ্রাসার সেক্রেটারি অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা এম সোলাইমান কাসেমী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাস্টার যাইনুল মোস্তফা, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা এনামুল হক, মাওলানা খোবাইব নূর, মাওলানা মামুনুর রশীদ, হাফেজ ইয়াসিন আরাফাত, হাফেজ মুহাম্মদ সাজ্জাদ, হাফেজ তানভীর আহমদ, আসমাউল হুসনা, মিসেস আসফিয়া সোলতানা, তাসনিম নুরুল রণি, সামরিনা হাসান, মিস জাফরিন আজাদ, মরিয়ম আক্তার, মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি