এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় নবীনবরণ

2

নগরীর দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসার নবীনবরণ অনুষ্ঠান ১৫ জানুয়ারি সকাল ১১টায় মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ভাইস চেয়ারম্যান-একাডেমিক এডভাইজার মাওলানা এনামুল হক মাদানীর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা ট্রাস্টের চেয়ারম্যান আবুল বশর আবু। প্রধান বক্তার বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি লায়ন আবদুল গাফফার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ শাহাব উদ্দিন চৌধুরী, শিক্ষা পরিচালক মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাস্টার যাইনুল মোস্তফা, মাস্টার শাহাদাত হোসাইন, মাওলানা ইমতিয়াজ হোসাইন, মাওলানা খোবাইব নূর, হাফেজ মাওলানা তানভীর আহমদ, হাফেজ ইয়াসিন আরাফাত, মিসেস আসমাউল হুসনা, মিসেস আছফিয়া সোলতানা, মিসেস তাসনিম নুরুল রণি, মিসেস মরিয়ম আক্তার, মিস সামরিনা হাসান ও মিস জাফরিন আজাদ প্রমুখ। দোয়া-মোনাজাত ও নাস্তা বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি