এরশাদের একানব্বইতম জন্মদিন উদযাপিত

59

গত ২০ মার্চ বিকাল ৩ টায় চকবাজারস্থ জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯১তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব এয়াকুব হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলী ইমরান চৌধুরী’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাপার সভাপতি জননেতা আলহাজ্ব সোলায়মান আলম শেঠ।
সভায় বক্তব্য রাখেন নগর জাপার সহ-সভাপতি আলহাজ্ব আবু জাফর মাহামুদ কামাল, মোঃ সালামত আলী, ছগির আহমদ সোহেল, মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের, সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জহির, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ সেলিম, ইরশাদুল হক সিদ্দিকী, রাশেদুল হক খোকন, মোঃ আবদুর রব, অর্থ সম্পাদক মাজেদুল হক, যুগ্ম অর্থ সম্পাদক জাহেদুল হক বাচ্চু, প্রচার সম্পাদক কাজী ফজলে হাসান শাহীন, যুগ্ম প্রচার সম্পাদক ফারুক হোসেন আপন, দপ্তর সম্পাদক ছবির আহমদ, যুগ্ম দপ্তর সম্পাদক এম. শফিউল আজম চৌধুরী লিটন, তথ্য ও গবেষণা সম্পাদক আতা-ই-রাব্বী তানভীর, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, যুগ্ম সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন পাঞ্জাব, যুগ্ম মহিলা বিষয়ক সম্পাদিকা তাসলিনা আক্তার মনি, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক সমির সরকার, সমবায় বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক এম.এন. জাহাঙ্গীর সেলিম, জাপা নেতা এইচ.এম. সম্রাট, হাজী জানে আলম, মোঃ ফোরকান উদ্দিন, হারুনুর রশিদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোলায়মান আলম শেঠ বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে মসজিদ, মন্দির, প্যাগোডা সহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিদ্যুৎ ও পানির বিল মওকুফ ছিল, শুক্রবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়েছিল, রাষ্ট্রধর্ম ইসলাম পল্লীবন্ধু এরশাদের আমলে হয়েছিল। বাংলাদেশের উন্নয়নের জয়যাত্রার সূচনা হয়েছিল পল্লীবন্ধুর নয় বছরের শাসনামলেই। যাকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত করা হয়। দেশের বর্তমান অবস্থা খুবই নাজুক, প্রাণঘাতি করোনা ভাইরাস একে একে গ্রাস করছে পৃথিবীর প্রত্যেকটি অঞ্চল। তার মধ্যে বাংলাদেশ বর্তমানে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টি নগরীর ৪১টি ওয়ার্ডে অত্যন্ত জাঁকজমকভাবে পল্লীবন্ধুর ৯১তম শুভ জন্মদিন পালন করার সমস্ত প্রস্তুতি গ্রহণ করেছিল, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আমাদের দলীয় কর্মসূচি সংক্ষিপ্তকরণ করেছি। মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি দেশ, জাতি ও বিশ্বকে প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে মুক্ত করুন। পরিশেষে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মুনাজাত পরিচালনা করেন হযরত টাকশাহ্ মিয়া (র:) এতিমখানার সম্মানিত আরবী শিক্ষক আল্লামা হাফেজ মুহাম্মদ মঈনুল ইসলাম। বিজ্ঞপ্তি