চন্দনাইশ প্রতিনিধি
চন্দনাইশ হাসিমপুর এম এ কে ইউ উচ্চ বিদ্যালয়ের ৯১ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ আড্ডা ও বন্ধু মিলন মেলা দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়। স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের অশ্রুকনা চৌধুরী। গত ১৫ জুন সকালে উত্তম কুমার পাল ও ডা. সজল কুমার পালের যৌথ সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- ফাতেমা সুলতানা, দিপালী মিত্র, জান্নাতুল ফেরদৌস, নুপুর বেগম, আলো রানি রুদ্র, স্বপ্না শীল, রোকেয়া বেগম, সাবিহা আক্তার, নুপুর বড়ুয়া, ঊমা চক্রবর্তী, ড. সজল পাল, লোকমান হাকিম, জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসেন সিকদার, নাসির আহমদ, আব্দুল মান্নান, এমরান আলী, মিল্টন বড়ুয়া, সংকলন বড়ুয়া, জাহাঙ্গীর আলম, নির্মল কান্তি সেন, জমির উদ্দিন, বদিউল আলম, ইদ্রিস, রিটন সেন, নাছির উদ্দিন, জয়নাল, জহির উদ্দিন মোহাম্মদ বাবর প্রমুখ। একে অপরকে রজনীগন্ধার স্টিক ও লালগোলাপ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরিচিত পর্ব শুরু হয়।