কঙ্গোর পূর্বাঞ্চলে এম ২৩ বিদ্রোহীদের আগ্রাসনে রুয়ান্ডার দায় খুঁজে পাওয়ার দাবি করেছে জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। তাদের একটি গোপন প্রতিবেদনে বলা হয়, কঙ্গোর খনিজসমৃদ্ধ এলাকার দখল ও সেখানে রাজনৈতিক প্রভাব তৈরির মানসে বিদ্রোহীদের ওপর নিয়ন্ত্রণ জারি রেখেছিল রুয়ান্ডা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মে মাসের শুরুর দিকে প্রতিবেদনটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঙ্গো বিষয়ক নিষেধাজ্ঞা কমিটিতে দাখিল করা হয় এবং শিগগিরই তা প্রকাশিত হবে বলে জানা গেছে। প্রতিবেদনটি যাচাই করে রয়টার্স বলেছে, রুয়ান্ডার তত্ত্বাবধানে এম ২৩ সদস্যদের প্রশিক্ষণ হয়েছে এবং তারা আধুনিক সামরিক সরঞ্জাম পেয়েছে। এসবের মধ্যে শত্রুপক্ষের বিমান নিষ্ক্রিয় করতে সক্ষম অস্ত্রও ছিল।
চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা কঙ্গোর পূর্বাঞ্চলের দুটি প্রধান শহর গোমা ও বুকাভু দখলে নেয়। কঙ্গো, জাতিসংঘ ও পশ্চিমা শক্তিগুলোর অভিযোগ, রুয়ান্ডা এই বিদ্রোহীদের সরাসরি সহায়তা করছে।