এমপি লতিফের পক্ষে শিক্ষক সমন্বয় পরিষদের গণসংযোগ

104

বন্দর-পতেঙ্গা কিন্ডার গার্টেন স্কুল সমন্বয় পরিষদের উদ্যোগে চট্টগ্রাম-১১ আসনে নৌকা প্রতীকের পক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও মহাজোট মনোনীত প্রার্থী এম.এ. লতিফের সমর্থনে গণসংযোগ করা হয়। গত সোমবার (২৪ ডিসেম্বর) গণসংযোগকালে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। অপশক্তি ক্ষমতায় এলে দেশের অগ্রযাত্রা বন্ধ হয়ে যাবে। তাই এই ক্রান্তিলগ্নে মুক্তিযুদ্ধের পক্ষের সরকারকে আবারও ক্ষমতা আনতে হলে নৌকার বিকল্প নাই।

এসময় উপস্থিত ছিলেন চিটাগাং মডেল স্কুলের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ কিন্ডার গার্টেন স্কুল এন্ড কলেজের চট্টগ্রাম বিভাগীয় মহাসচিব, কেয়ার মহাসচিব মো. নজরুল ইসলাম খান, নবআলো আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও ৩৮নং ওয়ার্ড ‘এ’ ইউনিটের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, মো. রফিকুল ইসলাম মল্লিক, আল আমিন, হাফিজুর রহমান, আমিনুল ইসলাম, আবু জাফর, আব্দুর রহিম, মোহিন, ফজলুল সরকার, খবির, মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আলতাফ হোসেন, সীমা রাণী প্রমুখ। বিজ্ঞপ্তি