­এমপি লতিফের অর্থায়নে চারটি কোয়ারেন্টিন সেন্টার

27

এমএ লতিফ এমপির ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে রক্ষায় চট্টগ্রাম-১১ আসনে চারটি অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এমএ লতিফ তার নির্বাচনী এলাকায় ২৭নং ওয়ার্ডের সিডিএ আবাসিক এলাকায় আগ্রাবাদ মহিলা কলেজ, ৩৮নং ওয়ার্ডে হালিশহর মেহের আফজল উচ্চ বিদ্যালয়, ৪০নং ওয়ার্ডে পতেঙ্গা উচ্চ বিদ্যালয় ও ৩০নং ওয়ার্ডে রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে অস্থায়ী কোয়ারেন্টিন সেন্টারে ১০০ শয্যার ব্যবস্থা করা হয়েছে।
এলাকাবাসী এ সকল কোয়ারেন্টিন সেন্টারে বিনামূল্যে করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে সঠিক চিকিৎসার পদক্ষেপ নিতে পারবেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে এ ব্যবস্থা আরও কয়েকগুন বৃদ্ধির প্রস্তুতি রয়েছে বলে জানান এমএ লতিফ এমপি।
তিনি গতকাল মঙ্গলবার আগ্রাবাদ মহিলা কলেজের কোয়ারেন্টিন সেন্টার পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমার নির্বাচনী এলাকায় জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, চট্টগ্রাম সমুদ্রবন্দর, দুইটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল থাকায় যথেষ্ট পরিমাণ বিদেশি নাগরীকের সমাগম রয়েছে। তাছাড়া দেশের শ্রমিক অধ্যুষিত অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে করোনা সংক্রামণের ঝুঁকি বেশি। আমি মনে করি, অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার করোনা ভাইরাস বিস্তাররোধে কার্যকর ভূমিকা রাখবে। আমি বিশ্বাস করি, বর্তমান পরিস্থিতিতে মানবতার প্রয়োজনে আমার এ প্রচেষ্টা এলাকাবাসী তথা দেশবাসীকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে।
এমএ লতিফ দেশবাসীকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে অবস্থান করার আহবান জানান। এছাড়া জ্বর ও সর্দি-কাশি হলে পরিবারের অন্য সদস্যদের বাঁচাতে পরীক্ষা পর্যন্ত স্বেচ্ছায় কোয়ারেন্টিন সেন্টারে অবস্থান করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
এ সময় আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যাপিকা বিবি মরিয়ম, স্বাধীনতা নারী শক্তির পরিচালক শাহিনুর আক্তারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেকে মাস্ক পরিধান করে নিরাপদ (তিন ফুট) দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি