একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসন থেকে তৃতীয়বার বিপুল ভোটে নির্বাচিত সংসদ সদস্য সাইফুজ্জামান জাবেদ এমপিকে শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় সভা করেন বাংলাদেশ কৃষক লীগ দক্ষিণ জেলার নেতৃবৃন্দ। গত ৪ ডিসেম্বর শুক্রবার এমপির বাসভবনে কৃষকলীগ দক্ষিণ জেলার সভাপতি আতিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে তাৎক্ষণিক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম-১৩ আসন থেকে পুনঃরায় নির্বাচত হওয়ায় সাইফুজ্জামান জাবেদ এমপিকে শুভেচ্ছা জানানো হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা প্রকৌশলী আবুল কাসেম, সহ-সভাপতি সৈয়দ নরুল আবছার, সহ-সভাপতি হারুন চৌধুরী নেভী, সহ-সভাপতি আবদুল রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক নবাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম চৌধুরী টিপু, কৃষি ও ফসল বিষয়ক সম্পাদক হরিপদ চৌধুরী বাবুল, নাজের ফারুকী, আলী ওসমান চৌধুরী, এস এম ছালেনূর, দপ্তর সম্পাদক হারাধন দাশগুপ্ত, প্রচার সম্পাদক সুজন দত্ত, কৃষি ও ঋণ বিষয়ক সম্পাদক নওয়াব আলী, হাজী জাহাঙ্গীর আলম সওদাগর, আবু তৈয়ব মেয়র ও আবুল হোসেন শুভ প্রমুখ নেতৃবন্দ। খবর বিজ্ঞপ্তির